দু’পাশে পাথরের দেয়াল আর মাঝে খুম, বেশ এডভাঞ্চারাস, এই খুম পাড়ি দিতে হয় বাঁশের তৈরি ভেলায় করে। দেবতাখুম, দেবতাখুম যাচ্ছে গৃহত্যাগী টিম।
যাত্রার তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকা থেকে রাত ১০টায় রওনা।
(১৮ এপ্রিল সারাদিন ঘুরাঘুরি করে রাতের বাসে রওনা)
ফেরার তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫ (শনিবার) সকাল ৫/৬ টার মধ্যে ঢাকা এসে পৌঁছানো।
★ ট্যুর প্যাকেজঃ ২৪০০ টাকা।
আমাদের কোনো ইভেন্টেই হিডেনচার্জ থাকে না।
বুকিং মানিঃ ১০২০ টাকা(বিকাশ খরচ সহ)
বিস্তারিত ও বুকিংঃ 01648-189538 (ফয়সাল) whatsapp
★ যা যা পাচ্ছেন-
- ননএসি বাসে যাওয়া-আসা (৪৫ সিটের রিজার্ভ বাসের সিট)।
- বান্দরবান থেকে যাওয়া-আসার রিজার্ভ চান্দের গাড়ি।
- সকাল-দুপুরের খাবার।
- এন্ট্রি টিকেট
- ভেলা খরচ
- গাইড খরচ
- লাইফ জ্যাকেট
★ ট্যুর প্যাকেজে যা যা থাকছে না-
- কোনো ধরণের ব্যক্তিগত খরচ।
- ওষুধ বা চিকিৎসা জাতীয় খরচ।
- ট্যুর প্যাকেজের বা টিমের বাহিরে কোন খাবার খেলে কিংবা খরচ করলে।
★ যাত্রার বিবরণী:
ঢাকা থেকে রাত ১০টায় বাসে বান্দরবান রওনা হবো। বান্দরবানে নেমে বাস অথবা চাঁদের গাড়ীতে করে চলে যাবো রোয়াংছড়ি। সকালের নাস্তা শেষ করে সেখান থেকে গাইড নিয়ে যাব কচ্ছপতলী বাজার। এরপর রয়েছে দেড়/দুই ঘণ্টার ট্রেকিং। তারপরে দেবতাখুমে ভেলা চালিয়ে ভেতরে যাব। সন্ধ্যার মধ্যে বান্দরবান চলে আসব। তারপর রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে বাসে যাত্রা শুরু করব।
ইনশাআল্লাহ, শনিবার ভোরের মধ্যে ঢাকা পৌছে যাব।
★যা যা অবশ্যই সাথে নিতে হবে
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (৩টি), বাধ্যতামূলক (ট্যুরের তিন দিন আগে আমাদের মেইল করলে আপনাকে সাথে নিতে হবে না)।
- ট্রেকিং উপযোগী ড্রেস, গামছা
- ট্রেকিং স্যান্ডেল
- মশা থেকে বাঁচতে ওডোমস ক্রিম
- পাওয়ার ব্যাংক