প্রাকৃতিক সৌন্দর্যে অপূর্ব নৈসর্গিক সৃষ্টি বান্দরবানের আলীকদমের পালংখিয়াং ঝর্ণা। পালংখিয়াং-এর রূপ দেখতে যাওয়ার আগে তৈনখালের পাথুরে দীর্ঘপথ পাড়ি দিতে হয়। চমৎকার এ পথ, যেন পরীর রাজ্য। তৈনখাল খরস্রোতা মাতামুহুরীর একটি উপনদী। তৈনখালের পাথুরে রাস্তা দিয়ে, কখনো উঁচু পাহাড় ডিঙ্গিয়ে পালংখিয়াং ঝর্ণায় যেতে হয়।

যাত্রার তারিখঃ ৩০ মে, ২০২৪ (বৃহস্পতিবার) ঢাকা থেকে রাতের বাসে রওনা।
(৩১ ও ১ তারিখ রাতে জুমঘরে থাকা, ২ তারিখ রাতের বাসে ফেরা)
ফেরার তারিখঃ ৩ জুন, ২০২৪ (সোমবার) সকাল ৫/৬ টার মধ্যে ঢাকা এসে পৌছে যাব, ইনশাআল্লাহ।

★★ ভ্রমন স্থান ★★
- থানকোয়াইন ঝর্ণা
- পালংখিয়াং ঝর্না
- জামরুম ঝর্ণা
- লাদ মেরাক ঝর্ণা
- ক্রাতং ঝর্ণা

★★ যাত্রার বিস্তারিত বিবরণ ★★
★৩০ মে রাত ৯.৩০/১০ ঢাকা সায়দাবাদ থেকে আমরা ননএসি বাসে চকোরিয়া/আলিকদম যাত্রা শুরু করব।
★৩১ মে সকালে বাস থেকে নেমে যত দ্রুত সম্ভব নাস্তা সেরে শুরু হবে জার্নি। প্রথমে অটো, তারপর প্রায় ২ ঘণ্টার নৌকা জার্নি শেষে পৌছে যাব দোছরি বাজার। আর্মি পার্মিশন নিয়ে ট্রেকিং শুরু, প্রায় ৫-৬ ঘণ্টার হাঁটা পথ।

★ ১ জুন ভোর ৯টায় রান্না শেষে বের হবো ঝর্না দেখতে, ফিরব সন্ধ্যায়।
(এই ট্রিপে এই দিনটা তুলনামূলক রিলাক্স)

★ ২ জুন খুব ভোরে উঠে ফেরার পালা। ফেরার পথে ক্রাতং ঝর্ণা দেখব।

সন্ধ্যায় আলিকদম ফিরে রাতের খাবার খেয়ে ঢাকায় রওনা হবো। ৩ জুন সকালে ঢাকায় পৌঁছানো।
(কোনো কারণে রুট পরিবর্তন হতে পারে)

ইভেন্ট ফিঃ ৬৫০০ টাকা জনপ্রতি।
বুকিং মানিঃ ৩০৬০টাকা (বিকাশ খরচ সহ)
বিস্তারিত ও বুকিংঃ 01648-189538 (Whatsapp)

★★ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
★ এটি ভালো পরিমাণ অ্যাডভেঞ্চার ট্রিপ। এখানে ১ম দিন ৫-৬ ঘণ্টা হাঁটতে হবে। ২য় দিন ৪ ঘণ্টার মতো, আর শেষ দিন ৬-৭ ঘণ্টা।
★ আপনাকে মোবাইল নেট এর বাইরে থাকতে হবে পুরোটা সময়।
★ খুব প্রয়োজনীয় ছাড়া কিছু নেবেন না, অতিরিক্ত কাপড় ভ্রমণের প্রধান শত্রু। দুটি থ্রি কোয়ার্টার প্যান্ট, একটি বা দুটি টি শার্ট নিলেই যথেষ্ট, কারণ ওখানে আপনাকে কেও দেখবেনা কেমন দেখাচ্ছে, বরং আপনার অতিরিক্ত ভারী কিছু আপনার ভ্রমণের আনন্দ নষ্ট করে দিবে।
★ মোটামুটি কষ্ট করতে হবে ধরেই নেবেন, তাইলে কষ্টটা অনাকাঙ্ক্ষিত মনে হবে না।
★ যদি এই শর্তগুলো জেনেও মনে হয় আপনি পারবেন, তাইলে আপনার ভ্রমণ ইতিহাস হয়ে থাকবে।।
★ পরিস্থিতি বিবেচনায় প্ল্যানে যেকোন ধরনের পরিবর্তন হতে পারে।
★ আপনার ব্যাগে অবশ্যই টিমের জন্য খাবার সামগ্রী (চাল, তেল, ডাল ইত্যাদি) বহন করতে হবে।

★★ প্যাকেজে যা যা পাচ্ছেন ★★
- নন এ/সি বাসের টিকেট/রিজার্ভ বাস
- নৌকা খরচ
- গাইড খরচ
- জুম ঘরে থাকার খরচ
- প্রতিদিন সকালের নাস্তা ও রাতের খাবার। দুপুরের জন্য শুকনা খাবার দেয়া হবে, আপনাকেও নিতে হবে।

★★ ট্যুর প্যাকেজে যা যা থাকছে না ★★
- কোন ধরণের ব্যক্তিগত খরচ।
- ঔষধ বা চিকিৎসা জাতীয় খরচ।
- ট্যুর প্যাকেজের বা টিমের বাহিরে কোন খাবার খেলে।

খাবার ব্যবস্থা-
১ম দিন
সকাল- রেস্টুরেন্টে। ভাত, ডিম, আলু ভর্তা অথবা ডিম, ডাল সবজি।
দুপুর- হালকা নাস্তা, কাপ নুডুলস, বিস্কুট টাইপ।
রাত- ভাত, মুরড়ি, ডাল (নিজেদের রান্না করতে হবে)
২য় দিন:
সকাল- ভাত, ডিম/আলুভর্তা, ডাল (নিজেদের রান্না করতে হবে)
দুপুর- হালকা নাস্তা, কাপ নুডুলস, বিস্কুট টাইপ।
রাত- ভাত, মুরগি, ডাল (নিজেদের রান্না করতে হবে)
৩য় দিন:
সকাল- নুডুলস টাইপ।
দুপুর- দ্রুত হাঁটতে পারলে দোছরি বাজারে নাস্তা, অন্যথায় সাথে থাকা শুকনা খাবার।
রাত- ভাত, গরু/মুরগি, সবজি, ভর্তা (রেস্টুরেন্ট)।

★★আয়োজনেঃ-
গৃহত্যাগী
ঠিকানা : বাড়ি-৪৮, রোড-১২, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০।
মোবাইল : 01938640610, 01648189538
★আমাদের ফেইসবুক গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/Grihotagi
এড হয়ে যান আর প্রিয়োজন কে এড করে দিন।
★আমাদের ফেইসবুক পেজ:
https://www.facebook.com/Grihotagibd
ভিজিট করে লাইক দিয়ে পাশে থাকতে পারেন।
★আমাদের ওয়েবসাইট :
https://grihotagi.com
বিভিন্ন ট্রাভেল ব্লগ পড়তে ও আমাদের পরবর্তী ইভেন্ট সম্পর্কে জানতে ভিজিট করুন।

যেসব প্রশ্ন প্রায়শই করা হয়ে থাকে

অনলাইনে বুকিং করার পরে Approve না হলে কি করতে হবে?

বুকিং কনফর্ম করে কনফর্মেশনের পেজটি স্ক্রিনশট আপনার সংগ্রহে রাখুন এবং বুকিং করার ৬ ঘণ্টার মধ্যে আপনার বুকিং Approved না করা হলে স্ক্রিনশটসহ আমাদের পেজে/নম্বরে যোগাযোগ করতে অনুরোধ রইলো।

বুকিং করার পরে বুকিং ক্যান্সেল করা যাবে কিনা?

বুকিং করার পরে নির্দিষ্ট শর্তে ও পদ্ধতিতে বুকিং বাতিল করা যাবে, বিস্তারিত

ট্যুরে বাসের সিট কিভাবে নির্ধারণ করা হয়?

আমাদের সকল ট্যুরে বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট, হোটেল/রিসোর্ট রুম নির্ধারণ করা হয়।

ট্যুর প্যাকেজে কী কী থাকছে, আর কী কী থাকছে না?

বুকিং করার আগে অবশ্যই ইভেন্ট ডিটেইলস ভালোভাবে পড়বেন। আপনি ট্যুর প্যাকেজে কী কী পাচ্ছেন, কী কী পাচ্ছেন না তা নিশ্চিত হয়েই বুকিং কনফর্ম করতে অনুরোধ রইলো।

ট্যুর চলাকালীন কোনো সমস্যা হলে কি করতে হবে?

হোস্ট/গাইডকে জানাতে হবে। এছাড়া আমাদের পেজ কিংবা নির্ধারিত নম্বরেও যোগাযোগ করতে পারেন।

ট্যুরে মাদক সেবন করা যাবে কি না?

কোনো ধরণের অবৈধ ও মাদক জাতীয় দ্রব্য বহন করা, সেবন করা যাবে না।