মেলখুম ও মহামায়া লেক ট্যুরের গাইডলাইন

abc

১। আমাদের বাস ১৬ মে, বৃহস্পতিবার রাত ১১.০০ টায়, সায়েদাবাদ টার্মিনাল থেকে ছাড়া হবে, রিজার্ভ বাস।
আশা করা সবাই ১০.৪৫ এর আগে চলে আসবেন। সায়েদাবাদ হুজুরবাড়ি গেটের পাশে হানিফ কাউন্টার বিপরীত পাশের টার্মিনালের ভেতরে ঢুকে সিডিএম বাস যেখান থেকে ছাড়ে সেখানে এসে হোস্টকে কল দিবেন।
.
২। মেলখুম ট্যুরে অবশ্যই আপনাকে পানিতে ট্রেকিং করতে হবে। ভেজানো যাবে এমন আটকানো জুতা নিবেন, এক্সট্রা কাপড় নিবেন। ব্যাগ রাখার জায়গা নেই, ব্যাগ জঙ্গলে লুকিয়ে রাখা হবে।

৩। সাথে পলিথিন ও মোবাইল কভার (ওয়াটার প্রুভ নিবেন। ভেতরে দোকান পাবেন না। শুকনা খাবার, পানি নিয়ে নিবেন।
.
৪। এটা নির্জন ও বিপজ্জনক ট্রেইল। টিম থেকে আলাদা হবেন না। ট্রেকিংয়ের আগে নির্দেশনা শুনে নিবেন।
.
৫। বুকিং মানির পরে ট্যুরের অবশিষ্ট টাকা বাসে উঠে কিংবা ট্যুর চলাকালীন ক্যাশ নেয়া হবে। বিকাশ/নগদ/ব্যাংক একাউন্টের নেয়ার সিস্টেম নেই।
.
৭। শুক্রবার রাত ১১টার মধ্যে ঢাকা পৌঁছাতে চাচ্ছি। তাই ময়ামায়া থেকে বাসে উঠতে বিলম্ব করবেন না। ঠিক ৫টায় বাস ছেড়ে দেয়া হবে।

হোস্ট- রাতিক : 01402957998