বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মাউন্ট চোলাতসে সামিটে যাচ্ছেন বিকাশ বর্মণ

abc

পর্বতারোহী বিকাশ বর্মণ তার পরবর্তী চ্যালেঞ্জের কথা ঘোষণা করেছেন। লাস্ট এক্সপেডিশনে তিনটি ৬০০০+ মিটার উচ্চতার পর্বত দ্রুত সময়ের মধ্যে সামিট করার পর, এবার তিনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো হিমালয়ের দুর্গম মাউন্ট চোলাতসে আরোহণের পরিকল্পনা নিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ পরিকল্পনার কথা জানান।

গত ৪ নভেম্বর লবুচে ইস্ট ৬,১১৯ মিটার, ৭ নভেম্বর আইল্যান্ড পিক (৬,১৬০ মিটার) ও ১৫ নভেম্বর মেরা পিক (৬,৪৭৬ মিটার) সামিট করেন বিকাশ। যা বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা।

ফেসবুকে বিকাশ জানিয়েছেন, এই স্বপ্নযাত্রার পরিকল্পনা তিনি লবুচে ইস্ট পিক আরোহনের সময় করেছেন। চলতি বছরের মে মাসে তার ক্লাব- Altitude Hunter BD-এর তত্ত্বাবধানে তিনি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মাউন্ট চোলাতসে অভিযানে যাবেন।

বিকাশ বিশ্বাস করেন, তার এই অভিযান শুধু তার নয়, সমর্থকদেরও অংশীদারিত্বের মাধ্যমে সফল হবে।

তিনি আরো উল্লেখ করেছেন, পর্বতারোহণের মতো এলিট এথলেটিক স্পোর্টসে বড় প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। বিস্তারিত সহযোগিতা বা অংশীদারিত্বের জন্য সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।