এক দিনেই ঘুরে আসুন মায়াদ্বীপ

abc

মায়াদ্বীপ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে অবস্থিত মেঘনা নদীর বুকে জেগে উঠা ত্রিভুজ আকৃতির চরের নাম মায়াদ্বীপ (Maya Dwip)। সবুজে ঘেরা মায়াদ্বীপ আপনার মনকে এক অপার্থিব প্রশান্তিতে ভরিয়ে দেবে। খোলা প্রান্তর, নদীর ঢেউয়ের সমান্তরালে বয়ে চলা বাতাস আর মাতাল করা একটি দুপুর সব মিলিয়ে এই চর যেন সত্যিই মায়ায় ঘেরা জাদুপুরী।

ঢাকার কাছে হওয়ায় প্রিয়জনদের নিয়ে একটা দুপুর কাটাতে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে এক অন্যোন্য নাম মায়াদ্বীপ। তবে মায়াদ্বীপ চর ভ্রমণে এলে কোন অবস্থাতেই সন্ধ্যার পর সেখানে অবস্থান করবেন না। চর ঘুরে দেখে অবশ্যই সন্ধার পূর্বে বৈদ্যের বাজার ফিরে আসুন।

মায়াদ্বীপ কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাক-এর এসি, নন-এসি বাসে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় চলে আসুন। মোগড়াপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারী চালিত অটোরিকশা কিংবা সিএনজি চেপে বৈদ্যের বাজার নৌকা ঘাটে আসতে হবে। বৈদ্যের বাজার ঘাট হতে সারাদিনের জন্য নৌকা ভাড়া করতে ১০০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে।

কোথায় খাবেন
খাবার খাওয়ার জন্য বৈদ্যের বাজারে সাধারণ মানের হোটেল রয়েছে। আর চাইলে মায়াদ্বীপে খাওয়ার জন্য বৈদ্যের বাজার হতে প্রয়োজনীয় খাবার ও পানি কিনে নিয়ে যেতে পারেন।

টিপস
মায়াদ্বীপ ভ্রমণে গেলে কয়েকজন মিলে গ্রুপ করে যাওয়া ভাল এবং নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার আগেই ফিরে আসা উচিত।