টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় হাউজবোটে নিষেধাজ্ঞা

abc

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটকবাহী হাউজবোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

রোববার (২২ জুন) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোট চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একইসাথে পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণে জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, শনিবার (২১ জুন) সুনামগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুক পেজে ১৩ করণীয় ও বর্জনীয় নির্দেশনা সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়।

উল্লেখিত করণীয়গুলো হলো- জেলা প্রশাসন থেকে নির্ধারিত নৌপথ ব্যবহার করা, লাইফ জ্যাকেট পরিধান করা, প্লাস্টিক পণ্য ব্যবহার হতে বিরত থাকা, দূর থেকে পাখি ও প্রাণী পর্যবেক্ষণ করা ও ফ্ল্যাশ ছাড়া ছবি তুলা।

এছাড়া স্থানীয় গাইড ও পরিষেবা গ্রহণ এবং ক্যাম্পফায়ার বা আগুন জ্বালানো থেকে বিরত থাকার কথা জানানো হয়।

এদিকে বর্জনীয় কার্যক্রমগুলো হলো- উচ্চ শব্দে গান-বাজনা না করা বা শোনা, হাওরের পানিতে অজৈব বা প্লাস্টিক জাতীয় পণ্য/বর্জ্য না ফেলা, মাছ ধরা-শিকার বা পাখির ডিম সংগ্রহ না করা, পাখিদের স্বাভাবিক জীবনযাপনে কোনো ধরনের বিঘ্ন না ঘটানো। এছাড়া ডিটারজেন্ট, শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার না করা, গাছ কাটা, গাছের ডাল ভাঙা বা বনজ সম্পদ সংগ্রহ না করা, কোর জোন বা সংরক্ষিত এলাকায় প্রবেশ করা না করা ও মনুষ্যসৃষ্ট জৈব বর্জ্য হাওরে না ফেলা।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলাধীন ১০টি মৌজা জুড়ে ছোট-বড় ১০৯টি বিলের সমন্বয়ে এ টাঙ্গুয়ার হাওরের অবস্থান। মেঘালয়ের পাদদেশে অবস্থিত হাওরটির আয়তন প্রায় ১২ হাজার ৬৫৫.১৪ হেক্টর। যা দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির উৎস। সূত্র : নয়া দিগন্ত