নানা রঙে বদলায় রহস্যময় লেক

abc

ভারতের উত্তরাখণ্ডের একটি সুন্দর হ্রদ খুরপাতাল। এই হ্রদের বিশেষত্ব হলো, এর পানির রং আপনা-আপনি বদলে যায়। রং পরিবর্তনের কারণে হ্রদটি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়।

খুরপাতাল ভূ-পৃষ্ঠ থেকে ১৬৩৫ মিটার উচ্চতায় অবস্থিত। নৈনিতালের কাছে সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। খুরপাতাল লেক সেখানকার একটি প্রধান পর্যটন কেন্দ্র।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটারেরও বেশি উচ্চতার এই হ্রদ পাহাড় ও ঘন দেবদারু গাছে ঘেরা। এছাড়া লম্বা পাইন গাছ খুরপাতালের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে আবহাওয়া পরিষ্কার না হলে খুরপাতালকে শুধু কল্পনাতেই দেখা যায়!

স্থানীয়দের মতে, এই লেকের পানির রং কখনো লাল, কখনো নীল আবার কখনো সবুজ বর্ণ ধারণ করে।

গবেষকদের মতে, এই হ্রদের অভ্যন্তরে ৪০টিরও বেশি ধরনের শৈবাল বা শৈবাল প্রজাতি আছে। শেওলা যখন বীজ থেকে বেরিয়ে যায়, তখন সূর্যের রশ্মির কারণে তাতে বিভিন্ন রং দেখা যায়।

খুরপাতালের স্বচ্ছ লেকের পানিতে আপনাপর চোখে পড়তে পারে প্রচুর মাছ। আসলে এই হ্রদে মাছের অনেক প্রজাতির প্রাকৃতিক বাসস্থান। এমনকি মাছ ধরার জন্যও এই স্থান উপযুক্ত।