হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক নাইমুল

abc

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জের নতুন কমিটি ২০২৫ গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন আরাফাত হোসেন আকন্দ এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল হাসান। ১৯ সদস্যের এই কমিটি সুনামগঞ্জের পর্যটন খাতকে উন্নত করতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে কাজ করবে।

সোমবার (২৪ মার্চ) সংগঠনটির ফেসবুক পেজে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে।

কমিটিতে এ আর রিমন ও মিজানুর রহমান সহ-সভাপতি, সাব্বির আনসারি সহ-সাধারণ সম্পাদক, আতাউর ইস্তি সাংগঠনিক সম্পাদক, দ্বিন ইসলাম রাজ  সহ-সাংগঠনিক সম্পাদক,  মাইনউদ্দিন ফারুক  কোষাধ্যক্ষ, তানভীর ইসলাম সহ-কোষাধ্যক্ষ, মোসাব্বির হক ফাহিম  দফতর সম্পাদক, রাশিব আহম্মেদ সহ-দফতর সম্পাদক পদ পেয়েছেন।

এছাড়া শেখ সোহান তথ্য ও প্রচার সম্পাদক, লাবিব হোসেন জয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক, আসফাক জামান উন্নয়নবিষয়ক সম্পাদক, ইফতেখার হামিদ সহ-উন্নয়নবিষয়ক সম্পাদক, জালাল উদ্দিন সাংস্কৃতিক সম্পাদক, সাকিব মাহমুদ ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন।

কার্যকরী সদস্য পদ পেয়েছেন দ্বীপ বনিক এবং হুজাইফা।

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সামনে সংগঠন আরো সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।