আমার পেট খারাপ, কেউ খোঁজ নিলো না : ইরফান সাজ্জাদ

abc

শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেতা ও মডেল ইরফান সাজ্জাদ। তিনি বলেছেন, তার পেট খারাপ।

একইসাথে কেউ খোঁজ না নেয়ার ক্ষোভ প্রকাশও করেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান।

ফেসবুকে গণমাধ্যম বাংলাভিশনের একটি ফটোকার্ড পোস্ট করেন এই অভিনেতা। ফটোকার্ডে লেখা ‘পরিমণির মন খারাপ’। পোস্টের ক্যাপশনে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আর আমার পেট খারাপ কেউ খবর নিল না।’

ইরফান সাজ্জাদ একজন বাংলাদেশী মডেল এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ২০১৩ সালে বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত পুরুষদের জন্য রিয়েলিটি-শো ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম- চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

(সাময়িক ব্লগ)