দেশের পর্যটনশিল্প বিকাশে শুরু হচ্ছে ট্যুরিজম ফেস্টিভ্যাল

abc

দেশের পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে অনলাইন-ভিত্তিক বিভিন্ন ট্রাভেল গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই মধ্যে তারা গঠন করেছে ট্রাভেল কমিনিউটি ‘ওটাব-অনলাইন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার নিজেদের তুলে ধরতে দ্বিতীয়বারের মতো ওটাব আয়োজন করেছে ‘বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল সিজন-২’।

আগামী সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি ভবন) মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটোরিয়ামে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হবে।

দেশের অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ ও দেশের স্বনামধন্য রিসোর্ট, হোটেল, মোটেল মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতি, হাউজ বোর্ট মালিক সমিতিসহ পর্যটন স্পর্টের অনেক প্রতিষ্ঠানকে নিয়েই আয়োজন এ মিলন মেলার।

এতে অংশ নিতে যাচ্ছে ১৮০টির বেশি অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ এবং সাড়ে চার শতাধিক ট্যুর গাইড ও ভ্রমণপ্রেমী মানুষ।

এছাড়া প্রয়োজনীয় দিক নিদের্শনা ও পরামর্শ দিয়ে ‘বিগেস্ট ট্যুরিজম ফেস্টিভ্যাল সিজন-২ সফল্যমন্ডিত করতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিভিন্ন ভ্রমণবিষয়ক অ্যাসেসিয়েশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।